ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্টিত



সমাজে যুবদের ভূমিকা অপরিসীম আর তাদের কল্যাণে গ্রাউস এর পরিচালিত আস্থা প্রকল্পটির মাধ্যমে এলাকার যুব সমাজ আরো সচেতন হচ্ছে, নির্বাহী অফিসার  মারুফা সুলতানা খান হীরামনি।

২০ শে মার্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে গ্রাউস কনফারেন্স হল রুমে  ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি। 

বান্দরবানের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) এর আস্থা প্রকল্পের আয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্লাটফর্মের এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি এমন মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, বান্দরবানে সরকারি প্রশাসনের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) তাদের কাজগুলো সঠিকভাবে করে যাচ্ছে, আর এইজন্য তাদের সুনাম রয়েছে সর্বত্র। তিনি আরো বলেন, সমাজে যুবদের ভূমিকা অপরিসীম আর তাদের কল্যাণে গ্রাউস এর পরিচালিত আস্থা প্রকল্পটির মাধ্যমে এলাকার যুব সমাজ আরো সচেতন হচ্ছে এবং দেশের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে। ইউএনও সমাজের কল্যাণে যুবদের আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং যেকোন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ চালানোর আহবান জানান।

গ্রাউস এর আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফমের সভাপতি অং চ মং মারমা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা দূর করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য একটি সহযোগিতামূলক নিয়মিত বৈঠকের কৌশল প্রণয়ন করার জন্য এই পরামর্শ সভা। নাগরিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখতে প্রভাবশালী নাগরিক, যুব, নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহনশীল ও শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

বান্দরবান আস্থা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অংচ মং মারমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য আ্যাডভোকেট উবাথোয়াই মারমা।  জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু, জেলা নাগরিক প্লাটফর্মের ও ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ।

অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান,  01820030466

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর