চন্দনাইশ প্রতিনিধি:
এলডিপির অঙ্গসংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের পকেট কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চন্দনাইশ গণতান্ত্রিক ছাত্রদল। গতকাল ২১ মার্চ বিকেলে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা যথাক্রমে জসিম উদ্দীন, মো. সায়েম. মো. শওকত পারভেজ, মো. সোলায়মান, মো. ছোটন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, দু:সময়ে যারা দলের কাজ করেছে, মামলা ও হামলার শিকার হয়েছে সেই সকল নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করায় তারা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের বক্তাগণ আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রকাশিত কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচী দিয়ে গণ পদত্যাগের ঘোষণা দিবেন বলে উল্লেখ করেন। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
চন্দনাইশ প্রতিনিধি
মো. জিয়া উদ্দিন
তারিখ: ২১-০৩-২০২৫
একটি মন্তব্য পোস্ট করুন