শত শত ভক্তের উপস্থিতিতে বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



মোঃ সুমন খান, পার্বত্য অঞ্চল:
রাঙামাটির ঐতিহ্যবাহী মন্দির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া  সনাতন ঋষি আশ্রম এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকাল ৭  টা হতে রাত ১০ টা পর্যন্ত  মন্দির প্রাঙ্গনে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

এদিন সকালে মঙ্গলময় সনাতন ধর্মদীপ প্রজ্জ্বলন,  পরমব্রক্ষ কীর্ত্তন ও  চন্ডীপাঠের মাধ্যমে দিনের ধর্মীয় কর্মসূচী শুরু হয়। এরপর আশ্রমের প্রতিষ্ঠাতা পরমেষ্টি মহাআচার্য্যদেব শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ এর পৌরহিত্যে  বিশ্বশান্তি ব্রক্ষ্ম গায়ত্রীযজ্ঞ ও শ্রী শ্রী গীতাযজ্ঞ শুরু হয়। এসময় বাংলাদেশের বিভিন্ন মঠ ও মন্দির হতে শত শত  সাধু মহারাজগণ উপস্থিত ছিলেন।

এদিকে সনাতন ঋষি আশ্রমের বার্ষিক মহোৎসব উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে  এদিন শত শত ভক্তের আগমন ঘটে। দুপুর এবং রাতে ভক্তদের প্রসাদ বিতরণ ছাড়াও এদিন দীক্ষা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন রাতে সমবেত ব্রক্ষস্তোত্র পাঠের মাধ্যমে অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর