শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা
কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের ঈদগাহ ময়দানে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে ঈদগাহে। প্রথম জামাত সকাল ৭টায় এবং শেষ জামাত ৮টায় আদায় করা হয়।
নামাজের ইমামতি করেন হাফেজ বান্দরবান কেন্দ্রীয় মসজিদের সিনিয়র খতিব আলাউদ্দিন ইমামী ।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় সাজসজ্জা করা হয়েছে, শিশুদের মাঝে ঈদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে অনেকেই কবরস্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে যান, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অসীম রায়( অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন