মহা অষ্টমী উপলক্ষে হিন্দু পরিষদ কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এঁর মতবিনিময় সভা

 



মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক :

জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব "মহা অষ্টমী স্নান যাত্রা" উপলক্ষে হিন্দু পরিষদ কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবছর নির্দিষ্ট দিনে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মের মানুষেরা তাদের পাপ মোচনের আশায় পবিত্র অষ্টমী স্নান করে থাকে। তারই ধারাবাহিকতায় জামালপুর ব্রহ্মপুত্র নদের তীরে 'পবিত্র অষ্ঠমী স্নান' এর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মালম্বীদের পবিত্র অষ্টমী স্নান ও মেলা বসবে। এ উপলক্ষে আগে থেকেই পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হবে। যা দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা বাস, ট্রেন, ভ্যানে পবিত্র স্নান এবং মেলায় জমায়েত হবে। সে লক্ষ্যেই জামালপুর জেলা পুলিশের নিরাপত্তা বিধানকল্পে হিন্দু পরিষদের কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপার জামালপুরের সাথে মতবিনিময় করেন।

সর্বোচ্চ নিরাপত্তা বিধানকল্পে পুলিশ সুপার বলেন, গোসলের জায়গার চতুর্দিকে,উপরে পর্দা দিয়ে বেষ্টনী নিশ্চিত করা, আশপাশ এলাকার সব জায়গায় সিসি ক্যামেরা নিশ্চিত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, বয়স্ক ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নদের বিভিন্ন স্থানে চোরাবালি থাকার সম্ভাবনায় নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন।

পবিত্র স্নান ও তার আশপাশ এলাকা এবং মন্দিরের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে পুলিশ সুপার  তাদেরকে আশ্বস্ত করেন। তিনি বলেন, ডিবি, ইউনিফর্ম ফোর্স, সিভিল সকলেই সর্বদা নিরাপত্তা নিশ্চিত করবে। পকেটমার, ছিনতাইকারী এবং বখাটেদের কঠোর হস্তে দমন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১,জামালপুর; জনাব মোঃ রাশেদুল হাসান, ডিআইও-১,জামালপুর; জনাব আবু ফয়সল মোঃ আতিক, ওসি, জামালপুর থানাসহ হিন্দু পরিষদ কমিটির নেতৃবৃন্দ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিবর্গ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর