লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


আবু তালেব,লালপুর(নাটোর)প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মইদুল ইসলাম লালপুর উপজেলার চামটিয়া গ্রামের ইউনূসের ছেলে। আহত ব্যক্তি মহাসিনের ছেলে সবুজ (৪২)। গুরুতর আহত অবস্থায় মইদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর