পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল


পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান পার্বত্য জেলা শাখার  কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর জোনের কমান্ডার লেঃ কর্ণেল মাহামুদুল হাসান পিএসসি।  

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে মার্চ সোমবার  বান্দরবানের হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজি মো. মজিবর রহমান। তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সংগঠনের সার্বিক কল্যাণে দোয়া কামনা করেন।

মাহফিলে ধর্মীয় গুরুত্ব ও রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



অসীম রায়( অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর