আজ ২৪ শে মার্চ সোমবার বান্দরবান জেলার বাজারের বস্ত্র বিপণী বিতানসমূহ, কাঁচাবাজার ও মাছ-মাংস বাজার মনিটরিং করেন সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ ও - বৃদ্ধি করে সরবরাহ চেইন অব তদারকির লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটিরি সদস্যদের নিয়ে হেটে হেটে গেলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।
বান্দরবানের জেলা প্রশাসক এর রিনি এর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রবান বাজারে এই মনিটরিং কার্যক্রম পরিচালনায়।
প্রভিন্ন ফলের দোকান, মুদি দোকান, শাক-সবজি, সের দোকান মনিটরিংসহ ক্রেতাদের সঠিক ল্যা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং পণ্য দৈনিক মূল্য তালিকা টাঙ্গানোর পাশাপাশি -অতিরিক্ত মুল্যে দ্রব্য বিক্রি না করে সেজন্য দের নির্দেশনা দেন জেলা প্রশাসক
শাসক শামীম আর রিনি এসময় ব্যবসায়ীদের এব ক্রেতাদের পণ্য বিক্রি করা ও কোনরকম পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন এবং কেউ এরকম ভেজাল পণ্য বিক্রি করে এবং ওজনে কম দ্রব্যমূল্য বেশি নিয়ে কোন অন্যায় কাজে লিপ্ত তাকে আইনগতভাবে শাস্তির আওতায় আনা সাফ জানিয়ে দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম, হাসান, পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, সদর নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মামুনুর রশীদ, ঐক্য পরিষদের সভাপতি মো. আবদুল আজিজ, সম্পাদক আবু সালেহ চৌধুরীসহ সরকারী উর্ধতন কর্মকর্রতারা উপস্থিত ছিলেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন