মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাঘার পদ্মায় ভাসমান মরদেহের খবর পেয়ে বাঘা উপজেলার চকরাজাপুর খেয়াখাটের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে মরদেহটি উদ্ধার করা হয়। কালো-সাদা রঙের পরিধেয় পোষাকের ওই নারির শারিরিক গঠন দেখে বয়স ৪২ বছর অনুমান করা হয়েছে। বাঘা থানা পুলিশের সহাযোগিতায় চারঘাট ফাড়ির নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়,উদ্ধার করা মরদেহটি প্রায় ৪ ফুট উচ্চতার লম্বা ছিল। বিকাল ৩টা পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি
নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ(দায়িত্বপ্রাপ্ত) এসআই মুনসুর রহমান বলেন, বাঘা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউডি মামলা দায়ের করে মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। ময়না তদন্তের রিপোট পেয়ে মৃত্যুর কারন জানা যাবে।
বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, চারঘাট নৌপুলিশ বাদি হয়ে ইউডি মামলা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন