বান্দরবান উপজেলার সদর থানাধীন ইসলামপুর এলাকার সওজ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ পাশে দাড়িয়েছে -বাংলাদেশ পুলিশ।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে বান্দরবানে সওজ কলোনিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রাত ২৪ শে মার্চ সদর থানাধীন ইসলামপুর এলাকার সওজ কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় ০৮ টি পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং বান্দরবান পার্বত্য জেলা পুলিশ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা (পুনাক) সভানেত্রী জামিনাতুন নেছা মহোদয় এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।
এ-সময় পুনাক সভানেত্রী এবং পুলিশ সুপার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। গত ২৪ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ পুলিশ সুপার মহোদয় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার দ্রুত ঘটনাস্থলে এসে বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাধ্যমে অগ্নিনির্বাপণ এবং উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তিনি বলেন এখন শুষ্ক মৌসুম হওয়ায় অগ্নি দুর্ঘটনা বাড়ছে। অগ্নি দুর্ঘটনা রোধে আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং সচেতন হতে হবে।
এ-সময় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুনাক এর সদস্যগণ উপস্থিত ছিলেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন