জামালপুরে মসজিদের চাঁদা আদায় নিয়ে বিএনপি নেতার হামলায় আহত ৭


জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠেছে। হামলায় মসজিদ কমিটির সভাপতিসহ আহত হয়েছে ৭ জন। ঘটনাটি ঘটেছে ২৮ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার হাসিল বটতলা গৌরিপুর জামে মসজিদ চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমা নামাজের সময় মসজিদ পরিচালনার জন্য অন্যান্যদের ন্যায় জনৈক ভ্যানচালক চাঁন মিয়াকেও দেড় শত টাকা প্রদানের তাগিদ দেন মেষ্টা ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি আমজাদ মিয়া। এতে চাঁন মিয়া একশত টাকা প্রদানে সম্মত হন। এ নিয়ে উপস্থিত মুসুল্লিদের মাঝে হইচই শুরু হয়। এ সময় মসজিদের সভাপতি রফিকুল ইসলাম দাঁড়িয়ে চাঁন মিয়ার পক্ষে মতামত দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিএনপি নেতা আমজাদ হোসেন মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশোধগারের একপর্যায়ে উভয় পক্ষের মধে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় দিকে সমজিদের সভাপতির লোকজন ইফতার নিয়ে মসজিদে যাবার পথে হামলা চালায় বিএনপি নেতা আমজাদ হোসেন ও তার ভাই-ভাতিজরা। এতে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, তার ভাই সোহেল রানা ও সোহাগ রানাসহ ৭ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। 

ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা আমজাদ মিয়া বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধের জন্য ১০০ টাকা থেকে ৫০ টাকা হারে চাঁদা বাড়ানো হয়েছে। এ নিয়ে হট্রগোল হয়। পরে আমার লোকজনের উপর হামলা করেছে। হামলার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, এই ঘটনার কেউ অভিযোগ করেনি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর