আরিফুল ইসলাম (লক্ষ্মীপুর):
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখা।
জানা যায়, একই দিনে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। যাতে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের জন্য থাকবে ভিন্ন পৃথক ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মাঈনুদ্দীন জানান আমরা অতীতের ন্যায় শিক্ষার্থীদের পড়াশুনায় আগ্রহ তৈরী ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকি। তারই অংশ হিসেবে আগামী ২৯মার্চ শনিবার গুহা চাইনিজ রেস্টুরেন্টে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তি এবং সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গদের নিয়ে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানকে ঘীরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।
আয়োজনের ব্যয় নির্বাহ নিয়ে তিনি বলেন আমরা স্ব অর্থায়নে এই আয়োজনটি করছি। তবে স্পন্সরশীপ নিতে আগ্রহী কেউ থাকলে যাদের সহযোগিতায় এই আয়োজনটিকে আরো প্রাণবন্ত ও সৌন্দর্যমণ্ডিত করতে পারবো তাদের এবং পাশাপাশি ব্রান্ড প্রমোশন করতে আগ্রহীদের নিয়েও আমরা চেস্টা করে যাচ্ছি।
একটি মন্তব্য পোস্ট করুন