কড়া নিরাপত্তায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কারাগারে


বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে কড়া নিরাপত্তায় আদালতে তোলার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের  সদস্য  লক্ষীপদ দাসকে ঢাকায় গ্রেফতারের পর বান্দরবানে মুখ ঢেকে আনা হয়েছে। ২৬শে মার্চ  বুধবার দুপুরে দিকে   বান্দরবান আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। এসময় তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। জানা গেছে ঢাকায় আটকের পর বিক্ষুদ্ধ জনতা তার উপর হামলা করে। এতে তিনি মুখে আঘাত পায়।

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, গত মঙ্গলবার  ২৫ মার্চ.ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বান্দরবান থেকে একটি পুলিশের টিম ঢাকায় গিয়ে বুধবার সকালে তাকে বান্দরবানে নিয়ে আসে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলাসহ ৫টি মামলা রয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষীপদকে গ্রেপ্তারের বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করছেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম (ক্রাইম এন্ড অপস্)

এদিকে তাকে ঘিরে রাস্তার পাশে উৎসুক জনতার ঢল নামে। কিন্তু আদালত চত্বরের চারপাশে পুলিশের কড়া পাহারায় কাউকে আদালতের দিকে ঢুকতে দেওয়া হয়নি। 

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পরপরই তিনি গা ঢাকা দিয়ে বান্দরবান ত্যাগ করেন। এর পর থেকে আইন শৃংখলা বাহিনী তার সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালায়।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর