মানুষের সেবায় সব সময় এগিয়ে আসছেন -বাংলাদেশের সদ্য জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী( আরমান)।
এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে মার্চ রবিবার এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাসব্যাপি ইফতার ও ঈদ সামগ্রী বিতরন সমাপনী অনুষ্ঠান বান্দরবান সদরে এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ সাঙ্গুর প্রেসিডেন্ট এপে বীর লাল তনচঙ্গা, এপেক্স ক্লাব অব নীলাচলের অতীত প্রেসিডেন্ট নীলাধন তঞ্চঙ্গা বান্দরবান ক্লাবের সদস্য এপে. ইকবাল হোসেন, এপে. মেঘনাথ দাশ ও এপে. মোহাম্মদ তারেকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চৌধুরী বলেন- মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামি দিনের পথ জীবন পরিচালনা করতে হবে।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন