অল্প সময়েই সফলতা এনেছেন ড.মোহাম্মদ ইউনুস



মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

খুব অল্প সময়ের মধ্যে বেশকিছু সাফলতা আমরা দেখতে পাচ্ছি। প্রতিবার রোযার সময় পেঁয়াজের দাম আকাশছোয়া থাকে। কিন্তু এবার দেখলাম ভিন্ন চিত্র। পিয়াজ ২০ টাকা কেজি। মাননীয় বাণিজ্য উপদেষ্টার সঠিক তদারকির কারণে, আজ আমরা সুফল পাচ্ছি। ঈদের সময় পরিবহন সেক্টরে,  নানা রকম  অরাজকতা সৃষ্টি হয়।  যাএীদের কাছে ভাড়া বেশী নেয়া হয়। এবার সেটা হয় নাই। রোযার মাসে ইফতারের সময় হলে, তারাবির নামায চলছে,  চলে যায় বিদ্যুৎ। সেই বকেয়া বিল, পরিশোধ করে করে,  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করতে পারছি আমরা। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, একটা সমাধান করতে জাতিসংঘ থেকে মহাসচিব পর্যন্ত এসেছেন। কিছু ব্যংক দেউলিয়া হবার পথে বসেছিল। গ্রাহকদের ১০ হাজার টাকা দিতে পারেনি। আজকে ২৫ সালে সেই ব্যাংকি ব্যবস্থাকে সচল করছেন। প্রচুর বৈদেশিক রেমিট্যান্স এসেছে,  সেই কারণে রিজার্ভ রয়েছে স্থিতিশীল।ঈদকে সামনে রেখে,   গার্মেন্টস কর্মীদের বেতন নিয়ে জটিলতার সুন্দর সমাধান করেছেন। আগামীদিনে আরও নতুন কিছু উপহার হিসেবে আমাদেরকে দিবেন ড. মুহাম্মদ ইউনুস  স্যার সেই প্রত্যাশায় রইলাম। স্যার,  আপনার অবদান চীরঅম্নান হয়ে থাকবে আমাদের হৃদয়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর