রায়পুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।


আরিফুল ইসলাম(লক্ষ্মীপুর):

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ রায়পুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ২৬ মার্চ' ২৫ইং রায়পুর শহরের গুহা চাইনিজ এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কর্ম পরিষদের নেতা আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রায়পুর উপজেলা শাখার সদস্য সচিব আকরাম হোসাইন।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হোন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আবুল বাশার ভূঁইয়া। তিনি বলেন, দেশকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারই পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা দেশ গঠনে তরুণদের অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার পরিবেশন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক এডভোকেট নূর মোহাম্মদ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি সার্জেন্ট সাইফুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের রায়পুর উপজেলা সভাপতি তানভীর হায়দার সোহেল।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর