মধুপুরে আলহাজ ফকির মাহবুব আলম এর ইফতার বিতরণ



মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):
টাঙ্গাইল জেলাধীন মধুপুর পৌর বিএনপি'র অধীনস্থ  ০৫নং ওয়ার্ড  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩(শে মাচ্ ২০২৫ ) রোজ বুধবার বিকালে মধুপুরে পৌরো অঞ্চলে আঙ্গিনা গরুর হাট মাঠ প্রাঙ্গনে পবিত্র মাহে রমজানের ইফতারি উপলক্ষে  আলহাজ্ব  ফকির মাহবুব আলম স্বপন সাহেবের এক বিশাল ইফতার আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির) । মোঃ জাকির হোসেন সরকার সভাপতি মধুপুর উপজেলা বিএন পি। মোহাম্মদ মোতালেব হোসেন, খোরমান খান ইউসুফজী প্রিন্স, লিলি সরকার ছিলেন উপজেলা পৌর ও  সকল ওয়ার্ড (বি এন পি) এর সিনিয়র ও নেতৃবৃন্দ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর