বিএনপি অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ


জয় বাংলা স্লোগান দিয়ে রাতের আঁধারে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছেন।

আজ, ৯ ই এপ্রিল বুধবার বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মুক্তমঞ্চের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, আইয়ুব খান প্রমুখ।



সমাবেশে সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপি অফিস ভাংচুরে জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তাদের খোঁজে খোঁজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

বান্দরবান সদর পৌরসভার ৩নং ওয়ার্ড কালাঘাটা বিএনপি অফিস ভাংচুর এবং  অগ্নিসংযোগকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে  পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ।

বান্দরবান অন্য দিকে চলেছে-  দুর্নীতি বাজ বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসের সহধর্মিনী ডন বস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষিকা সীমা দাস কে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ বাতিলের দাবি এবং তার সকল অপকর্ম দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে নতুন পাড়া স্কুল মাঠে।

বান্দরবানে রাতের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে বিএনপির কালাঘাটা  ৩নং ওয়ার্ড বিএনপির  অফিস। জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্যানার। ভেঙে ফেলা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি। বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ ও তীব্র প্রতিক্রিয়া নিন্দা জানিয়েছেন। 

৭ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে শহরের কালাঘাটা বড়ুয়ারটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে সেখানে পুলিশ গিয়েছে। 

এছাড়া সকালে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এর  পরে পরিদর্শন করতে ঘটনা স্থান জান বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বাবু সহ  জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও বান্দরবান জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিটন  পৌর বিএনপির সভাপতি নাছির চৌধুরী ও বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম চৌধুরী সহ সিয়ার নেতৃ বৃদ্ধ উপস্থিত ছিলেন। 

বিএনপি নেতারা অভিযোগ করেন  আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতে  অফিসের তালা ভেঙে ভাঙচুর করেছে।

বড়ুয়ার টেক এলাকার স্থানীয়রা জানিয়েছেন, দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদল উশৃঙ্খল লোক বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে। যাওয়ার সময়  ব্যানারে আগুন ধরিয়ে দেয়। 

কালাঘাটা ৩ নং ওয়ার্ড   বিএনপির সভাপতি মো. নবী হোসেন অসাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাতে অফিস ভাঙচুর করেছে। আওয়ামী সরকারের আমলে এলাকায় একচেটিয়া দাপট দেখিয়েছে কাউন্সিলর অজিত দাশ। 

এলাকায় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা নির্যাতন দখল সবকিছুই করেছে অজিত। তার সমর্থিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিএনপি অফিস ভাঙচুর করেছে। ইতিমধ্যে পুলিশের কাছে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছে বলে তারা জানান। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় এ বিষয়ে কারো বক্তব্য নেওয়া যায়নি।


অসীম রায়( অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর