বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার উদ্যোগে আজ ১৮ ই এপ্রিল শুক্রবার বান্দরবানে অবস্থানরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা জেলা জামায়াতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হয়।
জামায়াতের জেলা মিডিয়া বিভাগের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সভায় জামায়াতের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত বান্দরবান ৩০০ নং আসনের জাতীয় সংসদ প্রার্থী এড. মুহাম্মদ আবুল কালাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আদর্শ শিক্ষক ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান, পৌর জামায়াতের সেক্রেটারী এড. শাহনেওয়াজ চৌধুরী, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী ওবায়দুল হক, শ্রমিক কল্যাণ জেলা সেক্রেটারী মুহাম্মদ তাওফিক ওমর।
বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সেক্রেটারী এন এ জাকির, নাছিরুল আলম, মিনারুল হকসহ বান্দরবান প্রেসক্লাবের সদস্য ও প্রেস ইউনিটের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আমীর আগামীকাল ১৯ এপ্রিল বিশাল কর্মী ও সুধী সমাবেশ সফল করার জন্য সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন