আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেল লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠে মুসল্লিরা সমবেত হয়। স্কুল গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রীমোহিনী চত্বরে সমাবেশে মিলিত হন।
প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ জনতা সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ডা. মীর নূরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, হেফাজতে ইসলামের পক্ষে হাফেজ মৌলানা মুক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকী। সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সমাবেশে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন