হযরত শাহ কামাল (রঃ) এর ওরশ ও বৈশাখী মেলায় মাদকবিরোধী আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার মেলান্দহের ১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হযরত শাহ কামাল (রঃ) এর মাজারে ওরশ ও বার্ষিক বৈশাখী মেলায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত মতবিনময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ রাশেদুজ্জামান অপু, সভাপতি(বৈশাখী মেলা) ও সাবেক চেয়ারম্যান। 

পুলিশ সুপার বলেন, গ্রাম বাংলার যেসব ঐতিহ্য আছে আমরা সেগুলোকে ধারণ করতে চাই, পালন করতে চাই, লালন করতে চাই। এটিই আমাদের বাংলার সংস্কৃতি। এটিকে আমরা বিনোদনের অন্যতম কেন্দ্র মনে করি। কিন্তু সেটিকে আমরা নগ্নতায় কোনোভাবেই রূপান্তর করতে পারি না। সেখানে কোন ধরনের মাদকের অবস্থা থাকবে না। যদি থাকে তাহলে এর দায়-দায়িত্ব নিতে হবে এই আয়োজক কমিটি কে এবং যারা এই অঞ্চলের মানুষ আছেন তাদের। 

তিনি পর্যাপ্ত ভলেন্টিয়ার দেয়ার কথা বলেন। এছাড়াও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে, সেনাবাহিনীর সদস্যরা থাকবে, র‍্যাবের সদস্যরা থাকবে, গোয়েন্দা সংস্থা থাকবে। তিনি বলেন, আমরা আপনাদের এই আয়োজনকে আনন্দময় করতে চাই। যে আয়োজনে বাবা-মা, সন্তান সবাই একত্রে হয়তো কিছুটা আনন্দ উপভোগ করতে পারবে।

এর আগে পুলিশ সুপার মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; জনাব মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা; হেফাজতে ইসলামের নির্বাহী সভাপতি ; সেনাবাহিনীর প্রতিনিধি ; মেলান্দহ থানা বিএনপির সেক্রেটারি ; নবগঠিত এনসিপির কেন্দ্রীয় নেতা; ১নং দুরমুঠ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ; ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর