মধুপুর সিএনজি মালিক ও শ্রমিক অফিসে হামলাও ভাঙচুর



মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

টাঙ্গাইলের মধুপুরে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির অফিস কার্যালয়ে বৃহস্পতিবার ( ৩এপ্রিল) রাতে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, টাকা ছিনতাই ও একাধিক শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে মধুপুরের সকল শ্রমিক সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মধুপুর আনারস চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মধুপুর মাহিন্দ্রা শ্রমিক সমিতির উপদেষ্ঠা আলম ফকির, সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এস,এম,শ্রাবন হাবিব (রুবেল) ও মধুপুর অটোবাইক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দুল প্রমুখ।

এসময় টাঙ্গাইল ময়মনসিংহ ও জামালপুর রোডের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশ শেষে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর