লালপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা


আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে লালপুরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবির, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ নাজমুল খাঁ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ। 

সভায় জানানো হয় সরকারী নির্দেশনা অনুযায়ী জাতীয় পর্যায়ে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন করার লক্ষ্যে লালপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদকে স্বস্ব উদ্যোগে বাংলা নববর্ষ পালনের আহ্বান জানানো হয়, এবং নববর্ষ উদযাপনের মাধ্যমে বাংলা নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে এবং স্থানীয় জনগণের মধ্যে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা বৃদ্ধি পাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর