বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণে মতামত কেমন?



মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

আমি কথা বলছি একেবারে তৃণমূল লোকজনের সঙ্গে । জনগণের কি পরিমাণ আস্তা অর্জন করতে পেরেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কি তাদের মতামত?  বিভিন্ন শ্রেণী পেশার মানুষর মতামত নিয়ে  একটা জরিপ করে, দেখা যাচ্ছে যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের আস্তা অনেক বেশী।  

তারা এই প্রধান উপদেষ্টা,  বিশ্ব নন্দিত,  সর্বজন শ্রদ্ধেয় ড.মুহাম্মদ ইউনুস স্যার কে দীর্ঘ মেয়াদের জন্য চাচ্ছেন। দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণ,  বিদ্যুৎ সরবরাহ সঠিক রাখা,বাংলাদেশে বিদেশী বিনিয়োগ নিয়ে আসা,   সহ অল্প সময়ের মধ্যে অনেক গুলো সফলতা জনগণ সুফল পেতে শুরু করেছে।  চলমান পর্ব ১ম।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর