ধান-সবজির জমি এখন তামাকের দখলে!



মোঃ সুমন খান, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম, রাঙ্গুনিয়া  উপজেলায় ১০নং  পদুয়ায় ইউনিয়নের  সুখ বিলাস ও ব্রিজ ঘাটা এসব এলাকা গুলোতে তামাকের চাষে দখলে  আছে , তামাক হচ্ছে  মানুষের হৃদপিণ্ড লিভার ও ফুসফুস কে আক্রান্ত হাট  স্ট্রোক, ও মরণ ব্যেধি ক্যান্সার এর মতো রোগের ঝুঁকি বাড়ায়।  

মাননীয় প্রধান উপদেষ্টার  মাধ্যমে ২০২৫ সালের তামাক মুক্ত বাংলাদেশ গড়ার ও ফসলি জমি নষ্ট করে দিন দিন  তামাকের চাষ বেড়েই চলেছে চট্টগ্রামের সর্বাধিক জন বহুল উপজেলা রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ বিভাগ কর্তৃক বরাদ্ধকৃত প্রানোদনার নামে কৃষক হয়রানী, প্রয়োজনীয় কৃষি  উপকরণ না পাওয়া ও কৃষি  বিভাগ থেকে তেমন কোনো সচেতনতা মূলক  প্রচারণা না থাকায় কৃষকরা দিন দিন কৃষির প্রতি আগ্রহ হারাচ্ছেন স্থানীয় বাজারগুলোতে  সবজি উৎপাদন এক সময় অত্র এলাকায় সবজি চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে  সর্বরাহ করা হতো।

বর্তমানে সর্বনাশি তামাকে চাষের ফলে এলাকার চাহিদা মিটাতে দেশের বিভিন্ন   থেকে ফরমালিন সবজি আমদানি  করতে হচ্ছে স্থানীয়  ভাবে উৎপাদিত ফরমালিন মুক্ত সবজির চেয়ে দাম ও বেশি দিয়ে কিনতে হচ্ছে পক্ষাত্নরে প্রান্তিক কৃষক । 

বিনামূল্যে বীজ সার ও পানি সেচের জন্য নাম মাত্র নগদ অর্থ ঋণ দেয়ার প্রলোভনে দেখিয়ে  দরিদ্র কৃিষকদের আগ্রহ পাশাপাশি তামাকের কোম্পানিগুলো ভালো দামে তামাক কেনার নিশ্চয়তা দেয়ার  স্বাস্থ্যর জন্য মারাত্মক ক্ষতিকর জনের অধিক লাভের আশায় কৃষক তামাক চাষে ঝুকছে রাংগুনিয়া ও সুখবিলাসের চাষিরা।

তামাক চাষেরে বলেছেন, আমরা কৃষি উপকরণ না পাওয়াতে, তামাকের চাষটা বেছে নিয়েছি,আমাদের উপায় নাই, তামাষ চাষে সুযোগ-সুবিধা বেশি মিলছে।

তবে স্থানীয়দের অভিযোগ, তামাক চাষের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। স্থানীয় এলাকাবাসী জানান, তামাক চাষে উর্বরতা হারাচ্ছে জমি। এছাড়া শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সবাই।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর