মধুপুর উপজেলা পহেলা নববর্ষ গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত


মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

টাঙ্গাইলের মধুপুরে বাংলা নববর্ষের প্রথম দিন ছিল গ্রাম বাংলা ঐতিহ্য সাজে সজ্জিত পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা,পান্তা ইলিশ, লুঙ্গি গামছায় বাঙালি সাজার ধুম পড়েছিল। আয়োজন ছিল লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। দিনব্যাপি এমন নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে বাংলা বর্ষ বরণের  পহেলা বৈশাখ।

সোমবার ১৪ (এপ্রিল ২০২৫)মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নববর্ষের ওই অনুষ্ঠান সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠে মধুপুর উপজেলা প্রাঙ্গন  ।

দিনের শুরুতে উপজেলা চত্বরের মুক্ত মঞ্চে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ, এসো এসো” বৈশাখী এ গানের মধ্যে দিয়ে দিনটির কর্মসূচি শুরু হয়। উদ্বোধন হয় লোকজ মেলা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের হয়। মাথায় গামছা বাধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজুবায়ের হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে মহিষের গাড়ি, পালকি সমেত আনন্দ শোভাযাত্রা হয়ে উঠে নির্ভেজাল গ্রাম বাংলার ঐতিহ্যের  প্রতীক। মহিষের গাড়িতে সওয়ার হওযা বা গাড়ির নিয়ন্ত্রণ হাতে নিয়ে “আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর তুত্তুর  তো সানাই বাজিয়ে - বিখ্যাত গানের কলি কন্ঠে সুর তুলেছেন কেউ কেউ। মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন মহিষের গাড়ির নিয়ন্ত্রণে নিয়ে গাড়িয়াল সাজার দৃশ্য ছিল চমৎকার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃসাইদুর রহমান, পিআইও রাজিব আল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল ও নারী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধানদের বাঙালি সাজার যেন প্রতিযোগিতা ছিল।

এদিকে বিকালে বাঙালি জাতির মেলবন্ধনের প্রাণের বৈশাখী উপলক্ষ্যে লোকজ মেলা ছিল সকল বয়সের লোকজনে পরিপূর্ণ। পসরা সাজানে ১৩ টি স্টলে ছিল ভীড়। বিকিকিনির ধুম পড়ে ছিল। সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এক কথায় পরিপূর্ণ হয়ে উঠে মেলা। নানা ধরনের ঐতিহ্যের জিনিসপত্র কিনে ও বিভিন্ন ঐতিহ্যের খাবার খেয়ে তৃপ্তির প্রকাশ করছেন তারা।

মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চস্থ হওয়া গণনাটক ” সিট খালি আছে” বেশ উপভোগ্য ছিল। তাছাড়া মধুপুর শিলএক  নৃত্যাঙ্গণ সংস্থা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ ও গানের আয়োজন ছিল উল্লেখ করার মতো। পরে প্রতিযোগীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন তিনি আগত সকলকেই ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর