মধুপুরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৩বাস চালককে জরিমানা



মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঈদে টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন বাসচালককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার(৭ এপ্রিল২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জুবায়ের হোসেন মধুপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার সমদূরত্বে অবস্থিত মধুপুর উপজেলা হয়ে প্রতিদিন ঢাকাসহ অন্তত ১৬টি পথে শত শত যানবাহন চলাচল করে। তাই মধুপুর বাসস্ট্যান্ডে যাত্রী ও গাড়ির চাপ বেশি থাকে। এখন ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ আরও বেড়ে যাওয়ায় বাসের চালক-শ্রমিকেরা অতিরিক্ত ভাড়া আদায় করতে শুরু করেন। এমন অভিযোগের খবর পেয়ে মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে  বলে জানান তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর