যাত্রীছায়োনী ও গাড়িতেই রাত কেটেছেন শতাধিক পর্যটক


বান্দরবান এর গতকাল ২ রা এপ্রিল বুধবার রাতের অন্ধকারে দলবেঁধে কেউ  দাঁড়িয়ে গান বাজাচ্ছে আবার অন্য বন্ধুরা কয়েকজন মিলে কার্ড খেলে রাত জেগে অপেক্ষা করতে করতে কখন  বাজে ঘড়ির কাঁটা, 

ঈদের লম্বা ছুটিতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পার্বত্য  কন্যা বান্দরবানে। জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির দেওয়া তথ্য মতে, ঈদের আগেই পর্যটকরা আগাম % শতাংশ রুম বুকিং সম্পন্ন করেন।

টানা ছুটিতে ঈদের দিন আগে থেকেই জেলায় পর্যটক সমাগম বাড়তে থাকে। ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা, নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।

অন্যদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একাধিক আবাসিক হোটেলে ঘুরলেও কোনো রুম খালি না থাকায় রাত্রিযাপনে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন আগত বেশ কয়েকজন পর্যটক। রুম না পেয়ে কেউ - রাস্তায়, যাত্রীছায়োনী, স্কুল, কলেজ,  স্টেডিয়াম, গাড়িতে  রাত্রিযাপন করেছেন বলে মন্তব্য করেন কেউ কেউ।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর