জামালপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত



মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় সাসটেনেবল লাইভলিহুড় অপরচুনিটিস ফর দি ক্লাইমেট মাইগ্রেন্টস এন্ড নিউ পুওর থ্রো স্কিল ট্রেনিং এ্যান্ড এম্পাওয়ারমেন্ট অব কটেজ, মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজেস প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ১৭ এপ্রিল ২০২৫ইং তারিখে সমাপনি সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস। সভায় স্বাগত বক্তব্য রাখেন আহমেদ ওমর ফারুক, ব্রাক জেলা সমন্বয়ক, জামালপুর এবং প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মোঃ মফিজুর রহমান।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, বাংলার চিঠি ডট.কম সম্পাদক, যুব উন্নয়ন কর্মকর্তা সহ আরো অনেকে। সভায় জানানো হয় ব্র্যাক ও আয়েশা আবেদের যৌথ উদ্যোগে জার্মান সরকারের সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে জেলায় ১ হাজার ৩৩৩জনকে সেলাই মেশিন চালানো, প্রিন্টিং এবং ডায়িং ও হস্ত শিল্পের উপর ২৫ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দরিদ্র, সুবিধা বঞ্চিত, জলবায়ু অভিবাসী, এবং বেকার সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ প্রাপ্ত শতকরা ৮৫ভাগ প্রশিক্ষণার্থীর চাকুরির ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে আয়েশা আবেদ ফাউন্ডেশনে শতকরা ৫০ভাগ। আলোচনা সভায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর