আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ উসকানিমূলক বার্তা প্রদর্শিত হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজের সময় মসজিদের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ এবং ‘বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের পর ইমদাদুল হক লিটন নামে এক ব্যক্তিকে আটক করে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন