থানচি পরিদর্শণে-প্রশাসক শামীম আরা রিনি- বলেন -থানচিতে পর্যটক ভ্রমনের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবো



থানচিতে পর্যটক ভ্রমনের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করবো, জেলার রোয়াংছড়ি উপজেলার মতো গত তিন মাসে কোন অপ্রিতিকর ঘটনার না ঘটলে অচিরেই থানচি ভ্রমনে নিষেধাজ্ঞার উপর বিশেষ বিবেচনা করা যেতে পারে।

রবিবার থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্ব ও সঞ্চালনা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

তিনি আরো বলেন, জেলার আপার সম্ভাবনাময় উপজেলা থানচি, জনসংখ্যার দিক দিয়ে কম হলে ও পর্যটন বিকাশের কেন্দ্রবিন্দু থানচি। পর্যটন খাত বিকশিত হলে অর্থনীতিতে অমূল পরিবর্তন সম্ভব।


মৈত্রী পানি বর্ষণে ক্ষুদ্র শব্দকে বর্জন করার আহবান থানচিতে গণসংহতি আন্দোলন দলের যাত্রা শুরু। এসময় বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনিসহ সরকারী কর্মকর্তারা।

মত বিনিময় শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অনুদানের চেক, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ১২ টি ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক শামীম আরা রিনি থানচি থানা ও সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শণ করেন। জেলা প্রশাসকের সাথে সফরসঙ্গী হিসেবে জেলা প্রশাসকের স্বামী প্রফেসর ইমদাদ উল্লাহ, সহকারী কমিশনার (গোপনীয় শাখা) নবাব আলী, মো: শাহরিয়া, তৈন্য রাজবংশী, নাজিফা আক্তার, ফারজানা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর