জামালপুরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু


জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ছেলের ছুরিকাঘাতে মঞ্জিলা বেগম নামে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হয়। আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার হাট চন্দ্রা ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. মঞ্জু নিহতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মঞ্জিলা বেগমের সঙ্গে কথাকাটাকাটি হয় মঞ্জুর। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে করে মঞ্জু।

জামালপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরির পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঞ্জু মাদকাসক্ত ছিলেন বলে জানায় তিনি।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর