বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক বানিয়া বাজার খাল দুষণ ও দখল, পরিবেশ বিপর্যয় ও করণীয় কমিউনিটি কনসালটেশন



মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর সদর উপজেলার বানিয়াবাজার খাল দূষণ ও দখল, পরিবেশ বিপর্যয় ও করণীয় শীর্ষক কমিউনিটি কনসালটেশন সভা এসপিকে জামালপুর প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  

১. অনুষ্ঠানের বিবরণ:  

জামালপুরের বানিয়াবাজার খালের ক্রমবর্ধমান দূষণ, দখল ও পরিবেশগত সংকট মোকাবিলায় একটি কমিউনিটি কনসালটেশন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, গবেষক, এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।  

২. সভার উদ্দেশ্য: 

 খালের বর্তমান অবস্থা বিশ্লেষণ ও অতীতের সাথে তুলনা।  

 দূষণ ও দখলের মূল কারণ চিহ্নিতকরণ।  

 সমাধানের জন্য করণীয় নির্ধারণ ও একটি কার্যকর কমিটি গঠন।  

৩. প্রধান আলোচ্য বিষয় ও বক্তব্য:

স্বাগত বক্তব্য: এম এইচ মজনু মোল্লা (কম্বাইন হিউম্যান রাইটস) খাল রক্ষায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

বিষয়বস্তু উপস্থাপনা: গৌতম চন্দ্র চন্দ (বেলা) খালের আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের ওপর আলোকপাত করেন।  

ধারণাপত্র: সঞ্চালক মোহাম্মদ এনামুল হক খালের ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান দখল-দূষণের চিত্র উপস্থাপন করেন।  

৪. মুক্ত আলোচনায় উল্লেখযোগ্য মতামত: প্রভাবশালীদের ভূমিকা: মোঃ আমির উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক) প্রভাবশালীদের দখলদারিত্বকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।  

স্থানীয় সম্পৃক্ততা: ছায়দা বেগম শ্যামা (জিগাতলা অপরূপা মহিলা উন্নয়ন সমিতি) নারী ও যুব সমাজের অংশগ্রহণ জোরালো করার পরামর্শ দেন। মিডিয়ার ভূমিকা: মোখলেসুর রহমান লিখন (বাসস) সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন।  উক্ত সভায় উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর ইসলাম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যম কর্মী মো: এমদাদুল হক প্রমুখ।

কারিগরি সমাধান: ইঞ্জিনিয়ার শহীদ উল্লাহ খালের মৌজা ম্যাপ ও পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড সংগ্রহে জোর দেন।  

৫. গৃহীত সিদ্ধান্তসমূহ:  

১. কমিটি গঠন: 

 সভাপতি: মোহাম্মদ এনামুল হক (এসপিকে) সদস্য: সকল অংশগ্রহণকারী সংগঠন ও ব্যক্তিবর্গ।  

দায়িত্ব: খালের রেকর্ড সংগ্রহ, জনসচেতনতা তৈরি, এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি।  

২. আইনি পদক্ষেপ: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর মাধ্যমে উচ্চ আদালতে মামলা করার প্রস্তুতি।  

৩. রিপোর্ট প্রণয়ন: কমিটি অনতিবিলম্বে একটি বিশদ রিপোর্ট তৈরি করবে, যাতে অন্তর্ভুক্ত থাকবে:খালের বর্তমান অবস্থার ফটো ডকুমেন্টেশন।  

দখল ও দূষণের কারণ বিশ্লেষণ।  স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা মূল্যায়ন। 

সুপারিশমালা (জরুরি উদ্ধারকার্য, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ)।  

৬. সুপারিশসমূহ:

তাত্ক্ষণিক: পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে খালের অবৈধ দখল উচ্ছেদ। দূষণ রোধে নর্দমা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন। 

দীর্ঘমেয়াদি: খালকে "পরিবেশগত সংরক্ষণ এলাকা" ঘোষণা। স্থানীয় কমিউনিটির নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু। 

৭. সমাপনী:

সভাপতি ইঞ্জিনিয়ার শহীদ উল্লাহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাল উদ্ধারের আশাবাদ ব্যক্ত করে উক্ত  সভার সমাপ্ত ঘোষণা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর