বকশীগঞ্জে ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে বাবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদরাসা ছাত্র ছেলেকে হত্যার হুমকির প্রতিবাদে ও ছেলের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা। 

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১ টায় বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের নিজ বাড়িতে ছেলেকে সংঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন মৃত শামসুল হুদার ছেলে ভুক্তভোগী শফিকুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমার ছোট ভাই হুমায়ুন মিয়া আমার কাছ থেকে প্রতারণা করে আমার বাবার সম্পত্তি লিখে নেন এবং আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমি দুই বছর শ^শুর বাড়িতে বসবাস করি। আমার অসহায়ত্ব দেখে আমার মা সাড়ে ১৪ শতাংশ জমি আমার ছেলে স্বাধীন মিয়াকে লিখে দেন।

পরে আমি পরিবার নিয়ে সেই জমির এক অংশে ঘর তুলে বসবাস করছি। আর এতে ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে শত্রæতা করে আসছে ছোট ভাই হুমায়ুন মিয়া। আমার ছোট ভাই আমাকে বিভিন্নভাবে হেনস্থা করে আসছে এবং আমার দখলীয় জমিতে জোরপূর্বক বালু ফেলে দখলের চেষ্টা করছে। গত ১৯ এপ্রিল আমার ছেলে স্বাধীন মিয়াকে হত্যার হুমকি দেয়। তাকে মাদরাসায় যেতে বাঁধা দেওয়া হচ্ছে। এমতাবস্থায় আমি ও আমার ছেলের নিরাপত্তা নিয়ে চরম হুমকিতে রয়েছি। তাই আমার ছেলের জীবনের নিরাপত্তা দাবি করছি। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর