সরিষাবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় এক যুবক গ্রেপ্তার



জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক কলেজ ছাত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় পর্নোগ্রাফি মামলায় দায়ের করেছে।

৭ এপ্রিল সোমবার সকালে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নয়ন মাহমুদ উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানান গেছে, গ্রেপ্তার নয়ন মাহমুদ ও ওই তরুণী এক গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় তাদের পরিচয় হয়। এরপর থেকে দুইজনের মধ্যে মোবাইলে অডিও/ ভিডিও কলে দীর্ঘদিন কথাবার্তা চলে। এসময় কৌশলে নয়ন মাহমুদ ওই তরুণীর ছবি ও ভিডিও সংগ্রহ করে রাখে। এর কিছুদিন পর তরুণী তার সাথে কথা ও যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে তরুণীর ছবি ও ভিডিও এডিট করে নগ্ন বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ও আত্মীয় স্বজনের ইমু, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। এতে ওই তরুণী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ায় ৭ এপ্রিল সরিষাবাড়ী থানায় নয়ন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, নয়ন মাহমুদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ৭ এপ্রিল বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর