মধুপুরে সন্তান বিক্রি করে মোবাইল ক্রয়


মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

টাঙ্গাইল মধুপুর পৌরসভাধীন শেওরাতলা এলাকার আজমের ছেলে রবিউল ইসলাম তার চার মাসের সন্তানকে বিক্রি করার অভিযোগ করেছেন স্ত্রী বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের শেওড়া তলা এলাকায়।

শিশুটির পিতা রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ১০(এপ্রিল২৫) তার স্ত্রী লাবনী আক্তার লিজা তাদের চার মাসের একমাত্র সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে বেড়াতে যান।

বাড়িতে যাওয়ার কয়েকদিন পর তাকে চলে আসতে বললে সে আর আসবেনা বলে জানায়। পরবর্তীতে তার স্বামী দেখা করতে চাইলে সে গতকাল বুধবার ধনবাড়ি মেলায় দেখা করবে বলে জানায়।

কথা মতো রবিউল ইসলাম ধনবাড়িতে দেখা করতে গেলে তার স্ত্রী জানায় সে সন্তানকে বিক্রি করে দিয়েছে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডের এক পর্ষায়ে তার স্ত্রী জানায় সিরাজগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সে টাকা দিয়ে একটি দামী মোবাইল, পায়ের নুপুর এবং আরও অন্যান্য অনেক কিছু কিনেছে।

এনিয়ে সন্তানের বাবা রবিউল ইসলাম মধুপুর থানায় একটি মৌখিক অভিযোগ করেছেন।  এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মধুপুর থানা পুলিশ সেই সন্তানকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে থানা সুত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর