চ্যাম্পিয়ন্স রোয়াংছড়ি বিজয় পাড়া,
বান্দরবান রানারআপ কালাঘাটা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান -বলেন,ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ।শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে।নিজের প্রতিভা বিকাশ করতে চাইলে নিজেকে স্বশিক্ষিত হতে হবে।
সমাপনী অনুষ্ঠানে বান্দরবানের তিনি আরও বলেন রাখতে গিয়ে বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোন বিকল্প নেই। তিনি উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনার জন্য আহবান জানান।
শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শেষ হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয় ।
২রা এপ্রিল বুধবার বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ক্রিকেট টুর্ণামেন্টের বান্দরবান।
উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট, মোস্তাহিদুর রহমান মৃধা জেডএস ও ৫ ই বেঙ্গল বান্দরবান জোন সদর,
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) মো. আবুল হাসেম উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু,সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, নগদ লি: মাজহারুল ইসলাম বাবু সহ সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং), টুর্ণামেন্ট আহবায়ক মং মং সি, মিডিয়া আহবায়ক আমিনুল ইসলাম বাচ্ছুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থাপনায় - মামুনুর রশীদ (বাচ্ছু) উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে জেলা সদরের ২২ টি ক্রিকেট দল অংশগ্রহণ করছেন আর সমাপনী খেলায় বান্দরবান রোয়াংছড়ি বিজয় পাড়া ৫ উইকেটে ১২০ রান বনাম কালাঘাটা ক্রিকেট ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতামুলক ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে রাজারমাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছস্বিত্ব। ২ রা এপ্রিল সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ রোয়াংছড়ি বিজয় পাড়া ৫ উইকেটে ১২০ - ২৬ রানে বিজয়ী হয়।
অসীম রায়(অশ্বিনী)
বান্দরবান
একটি মন্তব্য পোস্ট করুন