বকশীগঞ্জে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর বিএনপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সীমারপাড় সালামের রাইস মিলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জহুরুল হক, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফিরোজ কবির, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, সদস্য সচিব আহমেদ সায়েম সহ পৌর বিএনপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও পৌর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালান করা হয়। 

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর