আবারও সীমান্তের মাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নাগরিক আহত

 


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ড মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

২৯ শে মার্চ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/১এস এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক দখলকৃত পুরান মাইজ্জা ক্যাম্পের দায়িত্বপূর্ণ আশপাশের এলাকায় আরকান আর্মি কর্তৃক পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। 

আহত ব্যক্তির বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।

আহত মোহাম্মদ সালাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের চাকঢালা চেরার মাঠ এলাকার মৃত আফজল মিয়ায় ছেলে।এদিকে ল্যান্ড মাইন বিস্ফোরণের পর স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ঘটনাস্থলে গিয়ে আহত মোহাম্মদ সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: এর আগে ২৬ মার্চ সন্ধ্যায় মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছিল।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর