বান্দরবান এর লামা উপজেলায় একটি বেসরকারি সংস্থার ঋণের টাকার চাপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবক ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা ।
২৪ শে মার্চ সোমবার রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর পুত্র।
নিহতের বড় ভাই আজগর আলী জানান, সকালে আমরা কাজে যাওয়ার সময় আমার ছোট ভাইকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে গ্রামের কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙে ভিতরে ডুকে আমার ভাই আত্মহত্যা করেছে।
তিনি বলেন, গত প্রায় ১৫ দিন ধরে শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও'র ম্যানেজার তাদের ঋনের টাকা পরিশোধের জন্য আমার ভাইকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলো। গতকালকেও ঋনের কিস্তি পরিশোধ করার কথা ছিলো।
এছাড়া আমার ভাইয়ের সাথে কারো কোন বিরোধ ছিলোনা।
লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق