আরিফুল ইসলাম (লক্ষ্মীপুর)
২৯ মার্চ শনিবার বেলা ৩ঘটিকা হইতে উপজেলা পরিষদ সংলগ্ন গুহা চাইনিজ রেস্টুরেন্টে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই একমাত্র কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ইং শিক্ষা বর্ষে রায়পুর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বাবুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সভাপতি মুহা: মাঈনুদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মুহা. ইউনুস খাঁন, প্রিন্সিপিয়া স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল আ.হ.ম আলাউদ্দীন, রায়পুর সরকারি কলেজ এর প্রভাষক মো. শেখ ফরিদ, ডাঃ আব্দুল হক মেমোরিয়াল কলেজ এর প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহা. রিয়াজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আনোয়ার হোসাইন ও সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন, মাইজদী পাবলিক কলেজের প্রভাষক(রসায়ন) মুহাম্মাদ ওমর ফারুক, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) আখতার হোসাইন খান প্রমুখ শিক্ষাবিদগণ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার এবং সামাজিক ও ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে একযোগে নেতৃত্ব দেওয়ার অঙ্গিকার নিয়ে পথ চলতে দেশ ও জাতির কল্যাণে ছাত্র রাজনীতির অপব্যবহার যেন কেউ করতে না পারে সেদিকে সচেষ্ট হবার প্রতি ও নিজেদের একতা ধরে রাখার আহবান করেন।
তারা আরো বলেন শুধু সংবর্ধনা কিংবা পুরষ্কার দেওয়াতেই যেন দায়িত্ব শেষ না হয় এই শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে তাদের ভূমিকা রাখার মতো দক্ষতা অর্জনেও কাজ করতে হবে।
إرسال تعليق