জামালপুরে পিকআপ চালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পরিবারের, তদন্তের দাবি

 


জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

জামালপুরে পিকআপ ভ্যান চালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

আজ সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর পূত্র।

শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে সংবাদ সম্মেলনে তার পরিবার অভিযোগ করেন, ১০/১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কতিপয় লোকজন তার কাছে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হন তিনি। এরপরেও প্রভাবশালী চক্রটি শাহীনকে প্রাণনাশের হুমকি দিলে সে এলাকা থেকে দূরে চলে যান৷ সেখানে গিয়ে পিকাপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো একই চক্র।

তারা আরও অভিযোগ করেন, গত ১৮ মার্চ সকালে জেলার মাদারগঞ্জের বাজিতের পাড়া ডোবা থেকে শাহীনের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিকল্পিত এই হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন পিককাপ ভ্যান চালক শাহীনের পরিবার। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শাহীনের স্ত্রী জরিনা বেগম, ছেলে আশিক ও মনি। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর