মধপুরে যথাযথ মর্যাদায় পালিত হলো ২৬ মার্চ

 


মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর) :

টাঙ্গাইল মধুপুরে ২৬'মার্চ(২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২০২৫ এর উৎসব পালন ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

টাঙ্গাইল  মধুপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ 'ক' গ্রুপে প্রথম হয়েছে বরাবরের মতোই টাংগাইলের ঐতিহ্যবাহী শহীদ একাডেমিক স্কুল, মধুপুর শাখা।পুরস্কার গ্রহণ করছে অত্র প্রতিষ্ঠানের পরিচালক, মোঃ বাবুল হোসেন, পুরস্কার তুলে দিচ্ছেন ১)জনাব,মো: মীর্জা জুবায়ের  হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মধুপুর উপজেলা । ২) জনাব,রিফাত আনজুম পিয়া,সহকারী কমিশনার ভূমি, মধুপুর উপজেলা। ৩)জনাব,এমরানুল কবীর,ভারপ্রাপ্ত কর্মকর্তা,মধুপুর থানা। আরো উপস্থিত ছিলেন,শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। প্রশাসনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এ সুন্দর আয়োজনের জন্য। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি কৃতজ্ঞ আমার শিক্ষার্থীদের নিকট যারা রোজা রেখে কঠোর পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছো।শিক্ষকরা সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছে বিশেষ করে সালাউদ্দিন স্যার ও মেহেরাব স্যার।সহকারি শিক্ষা অফিসার জনাব,জহিরুল ইসলাম এবং রুনা লায়লা স্যারদের সবাইকে ধন্যবাদ,শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর