বান্দরবানে বারুণী স্নানোৎসবে ভক্তের ঢল


    -গঙ্গাপূজা ও বারুণীস্নান -

,বেনারসের পর ২য় গঙ্গাপূজা হয় বান্দরবানে, 

শঙ্খনদীতে বারুণী স্নান ও মধুকৃষ্ণা ত্রয়োদশীতে----- বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে । ভোর  হতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা হেঁটে, যানবাহনে নদীতে স্নান করতে আসেন। এ সময় তাঁরা বিভিন্ন পূজা অর্চনা করেন। কেউ নদীপাড়ে বসে গীতা পাঠ করেন। কেউ নদীপাড়ে মোমবাতি জ্বালিয়ে দেন।

২৭ শে মার্চ বৃহস্পতিবার বান্দরবানের আর্শীবাদ সংঘের আয়োজনে জেলা সদরের সাঙ্গু নদীর তীরে নানা ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গঙ্গা পূজার শুরু হয়।

অনুষ্ঠানে গঙ্গা পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ভজন র্কীতন, মহাপ্রসাদ আস্বাদন, গঙ্গা আরতি, হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা ধর্মীয় আচার অনুষ্টানের আয়োজন করা হয়।

সনাতনী সম্প্রদায়ের শতশত পূর্ণার্থীগন সাঙ্গু নদীতে গঙ্গা মায়ের চরনে ভক্তি নিবেদন করে পাপ মুক্তির আশায় নদীর স্বচ্ছ পানিতে নেমে বারুনী স্মানে অংশ নেয়। জেলা ও উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার শতশত সনাতন ধর্মালম্বী নর-নারী নদীতে গঙ্গা স্মানের পাশাপাশি গঙ্গা মায়ের জন্য পূজা প্রদান করে ও আগামী দিনের সুখ-শান্তি প্রত্যাশা করে। 

সাতকানিয়ার খাগরিয়া থেকে আসা সন্তোষ দাশ বলেন, ‘বারুণী স্নান মানে গঙ্গা স্নান। এখানে আসতে পেরে ভালো লাগছে।’

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বাংলাদেশের একমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সন্ধ্যায় গঙ্গা আরতি, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাঙ্গু নদীতে হাজার প্রদীপ নিবেদন। 

এতো বড় একটা অনুষ্ঠানে, শান্তি_শৃঙ্খলা ম্যানেজিং এর দায়িত্বে ছিলো বান্দরবানের একঝাঁক নিবেদিত প্রাণ  সনাতন বিদ্যার্থী সংসদ svs,বান্দরবান এর বিদ্যার্থীরা। 

অনুষ্ঠানের প্রতিটি মুহুর্তে,প্রতিটি সেক্টরে নিজেদের শতভাগ  উজাড় করে দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ svs,বান্দরবান  এর বিদ্যার্থীরা। 

ধন্যবাদে -Ashirbad Shanga এর সবাইকে

তাদের  উপর ভরসা করার জন্য । 

বান্দরবানের সকল বিদ্যার্থীদের একত্র করে সুন্দর এবং গুছানো নেতৃত্বে, সেরা অনুষ্ঠানে ভূমিকা রাখার জন্য সনাতন বিদ্যার্থী সংসদ বান্দরবান জেলা শাখার সদস্যদের জানায়ই বিশেষ ধন্যবাদ *

এছাড়াও সনাতন সেবক সংঘ ,দেবী ত্রিনয়নী সংঘ  সহ সবাইকে সাবলীল ধন্যবাদ

সকলে মিলে সুন্দর একটা গুছানো প্রোগ্রাম বান্দরবান সনাতনী সমাজকে  উপহার দিতে পেরে আমরাও  প্রাণিত হলাম।

নানা ধর্মীয় আয়োজন শেষে শুক্রবার  ২৮ শে মার্চ সকাল ৮টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারে বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে গঙ্গা পূজা ও বারুনী স্নান উৎসবের।


অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর