মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):
টাঙ্গাইল মধুপুর পৌরসভা উদ্যোগ অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে বলছি আর বিতরণ করেন মধুপুর পৌরসভ। দারিদ্র হ্রাসকরণ কর্মপরিকল্পনা (PRAP) বাস্তবায়নের আওতায় পৌর এলাকার স্বল্প আয়ের পরিবারের ১৮ জন শারীরিক প্রতিবন্ধীকে ১৮ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ২০২৫) বেলা ২ টায় মধুপুর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের কাছে এ চেয়ার তুলে দেয়া হয়।
এ সময় পৌর প্রশাসক ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুবায়ের হোসেন হুইল চেয়ার বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠানে বিদায়ী পৌর নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইদুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, জাতীয় নাগরিক পার্টির মধুপুর শাখার সদস্য মো সবুজ মিয়া, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম শহীদ, পৌরসভার টিএল সি সির সদস্যসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
إرسال تعليق