বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু!


হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় ফৌজিয়া আফরিন (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ টার দিকে পৌর এলাকার তিনানী পাড়া এলাকায় ওই ঘটনা ঘটেছে। 

নিহত স্কুল শিক্ষিকা বগারচর ইউনিয়নের জাকিরুল ইসলামের স্ত্রী। তিনি রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ বাড়ি থেকে একটি ব্যাটারী চালিত অটো ভ্যানে করে বকশীগঞ্জ পৌর শহরে যাচ্ছিলেন ফৌজিয়া আফরিন।

পথিমধ্যে বকশীগঞ্জ- রৌমারী মহাসড়কে তিনানী পাড়া নামক স্থানে বিপরীত গামী একটি পিকআপ ভ্যান সজোরে অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় অটো ভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন। 

পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়ায় ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা যায় নি। 



হারুন-উর-রশীদ বকশীগঞ্জ, জামালপুর

২৫.০৩.২০২৫ইং

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর