অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান- পুলিশ সুপার -শহিদুল্লাহ কাওছার

 



আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আইন শৃঙ্খ শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাইশারী তদন্ত কেন্দ্রের হলরুমে নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক এর সভাপতিত্বে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায়

অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন    পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় হত্যা ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সাথে মতবিনিময় সভা করেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার ।

 ২৩ শে মার্চ রোববার পুলিশ সুপার নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে গত ২১ মার্চ রাঙ্গাঝিড়ি এলাকায় হত্যার ঘটনায় পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। নিহতের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতের পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেন যে, উক্ত ঘটনার পর পরই থানায় মামলা রুজু হয় এবং পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করেন। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার পায় সে বিষয়ে নিহতের পরিবারকে নিশ্চিত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং যথাযথ নির্দেশনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। 

তিনি আরো বলেন পবিত্র রমজান মাসে চুরি, ছিনতাই,রোড ডাকাতি ও মাদক প্রতিরোধে টহল ডিউটি জোরদার করা হয়েছে। 

 মতবিনিময় সভায় পুলিশ সুপার আরও বলেন বাইশারী এলাকাসহ নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকল ধর্ম-বর্ণ-গোত্রের সকল সম্প্রদায়ের জনগণ এবং পুলিশ সহ অন্যান্য সংস্থার সকলকে একসাথে কাজ করতে হবে।

পুলিশ সুপার বলেন- শিশু ও নারীদের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের জন্য  জেলার সদর থানায় সেবামূলক ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে। আমাদের ছেলেরা মাদক দ্রব্যের প্রতি আসক্ত না হয়ে পরে তার জন্য পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

পরিশেষে নিহত পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে মৃত তোয়েবা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।।

অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আবদুল করিম, সহকারী পুলিশ সুপার এএসপি সার্কেল লামা নুরুল আনোয়ার ডিবি ওসি কামরুজ্জামান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা সাংবাদিক আবদুর রশিদ।

এ-সময় বান্দরবান জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর