রাজশাহীতে চলছে উদ্যোক্তা মেলা ২০২৫


মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে নগরভবনের গ্রীনপ্লাজায় শুরু হয়েছে,  উদ্যোক্তা মেলা ২০২৫। 

বিভিন্ন রকম উদ্যোক্তা, তাদের তৈরি করা পোষাক, কসমেটিক,  হাতের কাজ করা বিভিন্ন রকম শাড়ী, থ্রি,  পিচ,  বাচ্ছাদের, খেলনা, তৈরী করা পোষাক, পুতুল, সহ আরও অনেক কিছু নিয়ে  ই রাজশাহী নগরীর সিটি কর্পোরেশন ভবনের গ্রীনপ্লাজায় ১ মাস ব্যাপী শুরু হয়েছে এই মেলা। মুলতঃ ঈদুলফিতর, এবং ঈদ পরবর্তী সময়ে একটা ভালো ব্যবসার টার্গেট নিয়েই শুরু হয়েছে এই উদ্যোক্তা মেলা। 

আমি সরেজমিনে মেলা ঘুরে দেখলাম। যে সব উদ্যোক্তা তাদের ষ্টল দিয়েছেন। তাদের সাথে কথা বলেছি। পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে,  সারা বছর ধরে ব্যবসা করার পাশাপাশি এই সময়ে অধিক পরিমাণে পণ্য হয়। পণ্যের দাম তুলনা মুলক হওয়ায় ক্রেতা সন্তুষ্ট হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে,  ক্রেতা সাধারণ আসছে এই মেলায়। সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এই মেলা। মেলার বিশেষ আর্কশন হলো,  বাচ্চাের নাগরদোলা, সহ বেশ কয়েকটি রাইডার আছে। যা মেলাকে আরও জমজমাট করে তুলেছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর