রাজশাহী আর,ডি,মার্কেটে জমে উঠেছে ঈদ কেনাকাটা



মো: গোলাম কিবরিয়া, জেলা প্রতিনিধি,  রাজশাহী:
রাজশাহী তে আর,  ডি, মার্কেটে শুরু হয়েছে জমজমাট ঈদ বেচাকেনা। প্রচুর ক্রেতার ভিড় আছে।  তাদের পছন্দের জিনিস কেনার জন্য দোকান  দোকান ঘুরতে দেখা যায়। আমি কথা বলেছি বেশ কয়েকজন দোকানের মালিকের সাথে।  তারা বলছেন অত্যন্ত ভাল ব্যবসা হচ্ছে তাদের। অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা, আসেন তাদের পছন্দের জামা কাপড় কিনতে এই আরডি মার্কেটে। কথা হল আরডি মার্কেটের একজন সমিতির সদস্যের সাথে,  অত্যন্ত সুন্দর পরিবেশ নিরাপত্তা,  সবদিক থেকেই জনপ্রিয়তা লাভ করেছে, এই রাজশাহীর আর, ডি, মার্কেট।

অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিটি জিনিসের মূল্য অনেক কম।  বাজারে রয়েছে  উৎসবমুখর পরিবেশে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আরডি মার্কেটে একত্রিত হয়েছে,  হয়েছেন নারী, পুরুষ,  ছোট, বড় সকলে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত এই মার্কেট বিপনীগুলো খোলা থাকছে। সারা বছরের  সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ভাইরা।  চাঁদ রাত পর্যন্ত  সকল দোকান পাঠ খোলা রাখবেন, বলে জানিয়েন ব্যবসায়ীরা।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর