আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুরে লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুপার সনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকা গামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাস মালিকদের এই সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করছিলেন।
অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায়কৃত বাড়তি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়
ইউএনও মেহেদী হাসান বলেন, "ঈদের মতো আনন্দঘন সময়কে পুঁজি করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
إرسال تعليق